এই যে আজ দিনটা চলে গেলেই ফুরিয়ে গেলো!
আজকের মেঘ মেঘ সূর্যটা কি কাল উঠবে?
আজকের বৃষ্টি দুপুরটা কাল আসবে?
আজকের পড়ন্ত বিকেলের রাঙা?
আজকের মন খারাপের সন্ধ্যা?
আজকের চাঁদ! আজকের জ্যোৎস্না!
এই যে আজকের রাতের চোখের স্বপ্নগুলো!
কাল আসবে?
বলো আসবে?
জানি আসবে না
সময় ফিরে আসে না
তবুও আমরা সময়ের পেছনে দৌড়াই
অযথাই,
আসলে কিন্তু অযথা না
আমরা দৌড়াই টাকার জন্য
সময়ের সাথে দৌড়াই সকাল সন্ধ্যা
বুঝ হওয়ার পর থেকে মাটিতে শোওয়ার আগ পর্যন্ত
আমরা টাকা কামানোর জন্য বাঁচি
আমরা টাকা জমানোর জন্য বাঁচি,
একটু ভেবে দেখ তো! ঠিক বলছি কি না?
এই যে টাকা টাকা টাকা টাকা
উদয়াস্ত কষ্ট করে কামাই!
পেটে কতটুকু আঁটে? কতটুকু খাই?
তবুও সারাক্ষণ নাই নাই নাই নাই;
এই যে সারাজীবনের জমানো সঞ্চয়!
সাথে করে কি নিয়ে যাই?
অথচ কাড়াকাড়ি, হানাহানি, মারামারি
তুমি আমি, সে ও আমরা সবাই;
আচ্ছা! কি করব জমানো ঐ টাকার পাহাড় দিয়ে?
শুয়ে শুয়ে মাটির ঘরে!
একটু ভালো ভাবে বাঁচতে গেলে কিছু টাকার প্রয়োজন তো আছেই!
কতটুকু?
চাহিদাকে অসীম না করে পেছন ফিরে না হয় একবার জীবনটার দিকে তাকাই!
ওখানে টুকরো টুকরো সুখ ছড়িয়ে আছে
সুখ আছে সকালের রৌদ্দুরে
সুখ আছে সন্ধ্যার সূর্যাস্তে
সুখ আছে ঋতুদের খাঁজে খাঁজে
সুখ আছে মেঘেদের ভাঁজে ভাঁজে
সুখ আছে প্রিয়জনের চেহারার মাঝে
সুখ আছে প্রতিটা ঘরে ঘরে,
অথচ টাকা নামক এক অসুখ কিনে টাকার পেছনেই দৌড়াই
মাঝে মাঝে নিজের বোকামিতে নিজেই অবাক হয়ে যাই;
সূর্য ডুবলেই আজকের দিনটা হয়ে যাবে গত
কাল আবার নতুন সূর্য নতুন দিন
নতুন রাত নতুন চাঁদ
টিক টিক টিক টিক, সময় গড়িয়ে যাচ্ছে অবিরত;
শুধু টাকার জন্য না বেঁচে জীবনের জন্য না হয় একটু বাঁচি!
শুধু স্বার্থের জন্য না বেঁচে না হয় প্রিয়জনের জন্য একবার বাঁচি!
মাটি ডাকলে কেউ কিন্তু টাকা চাপা দেবে না আমায়!
ওগুলো তবে কি কাজে আসবে?
২১ অক্টোবর, ২০২০
#কবিতা
জমানো টাকা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন