বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

উনুনে শব্দজট

মাথার ভেতর উনুন আছে 

ওখানে শব্দ পাকে,

লোকে কাব্য বলে; 


প্রকৃতি কিছু মশলা দেয়

বৃষ্টি দেয় পানি  

সাগর দেয় লবণ

শব্দগুলো জ্বাল হতে থাকে ভাবনার আগুনে,

কাব্য পাকে;


মাথার উনুনে ক্রমাগত কতই না বাক্য রান্না হতে থাকে! 

কিছু বাক্য আঁচের স্বল্পতায় কাঁচা থাকে

কিছু জ্বালের আধিক্যে পুড়ে যায়

আর অল্প কিছু বাক্য রান্নায় পূর্ণতা পেয়ে যায়, 

তোমরা তাকে কাব্য বলো;


কেউ রান্না বসায় মাথার বিশাল হাঁড়িতে 

শব্দগুলো উপন্যাস হয়ে যায় বাক্যের জ্বাল হতে হতে, 

কেও ছোট হাঁড়ি নেয়, অল্প কিছু শব্দ ঢালে

গল্পের স্বাদ পাও তোমরা কাগজে ঢেলে দিলে, 

কেও রান্নায় মশলাই ঢালে অপ্রচলিত রান্নার ধাঁচে 

জ্বাল হতে হতে খটমটে প্রবন্ধ হয়ে যায় খড়ির আঁচে;

আহা! কাব্যের কতই না প্রকারভেদ চারিদিকে!


আমি তেল নুন মশলা ছাড়াই শব্দ পাকাই মনের খেয়ালে

কেউ প্রলাপ বলে, কেউ কেউ কবিতা বলে, 

গল্প'তো রান্না করতেই শিখি নি! উপন্যাস তো অনেক দূরে

প্রবন্ধ! বড্ড খটমটে; ধৈর্যতে টান পরে, 

আমার শুধুই শব্দজট, বাক্য আর রান্না হয় না;  


কেউ শব্দের ভাত রান্না করে, কেও জাউ আর কেউ খিচুড়ি পাকায়

আমার মাথার ভেতর শুধু শুধুই রাজ্যের শব্দগুলো জট পাকায়,  

না হয় গল্প, না কবিতা, না কাব্য; শুধুই দুষিত কিছু বাক্যস্রাব। 



০৫ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

উনুনে শব্দজট 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন