বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

নজর নিজের ঘরে

পেপারে প্রায়শই খবর আসে
ধর্ষণ হচ্ছে
খবরের নিউজ ফিডে ক্রল হচ্ছে, ধর্ষণ 
এখানে হচ্ছে, ওখানে হচ্ছে 
আমরা চোখ বুলাই, খেয়াল করি কি?
গভীরে যাই কি?

একদিন খবরের কাগজ খুলতেই দেখলাম 
ধর্ষণ হয়েছে
আমার খুব কাছাকাছিই 
আরেকদিন খবর পেলাম, আমার মহল্লাতেই
এবার টনক নড়োলো 
হচ্ছে টা কি?

আরে আরে! ঘরে ঢুকে যাচ্ছে নাকি? 
ধর্ষক! এরা তো বয়স মানে না
নারী হলেই হলো
মাংস হলেই বলে চলো 
ঘরে আমার মা আছে শত্তুর ঊর্ধ্ব
স্ত্রী আছে পঞ্চাশ ঊর্ধ্ব
বোন আছে চল্লিশ ঊর্ধ্ব 
কন্যা আছে যুবতী
হায় হায়! এবার আমার কি হবে গতি?

ধর্ষক কারা?
ঐ তো সেদিন দেখলাম মহল্লার কিছু যুবক
একদিন দেখলাম আমারই বয়সী প্রৌঢ় 
একদিন দেখলাম ছোট ভাই এর সমবয়সী
একদিন দেখলাম একজন আমার ছেলের বয়সী  
এরা কারা?
আমার তোমার তার আর আমাদের বন্ধুর সন্তান
তাদের ভাই, তাদের পরিবার
তাই না?
এরা তো প্রতিদিনের মুখচেনা
তবুও ধর্ষক?
চারিদিক কেমন জানি গুলিয়ে যাচ্ছে,
আচ্ছা! আমার ছেলেটাও তো এদেরই খেলার সাথী
আমার ছোট ভাই, ভাইস্তা, ভাইগ্না
কি করছে ওরা?
আসলে জানি কি?

এই যে আজকের সমাজ ব্যবস্থা!
একই বাড়িতে বসবাস অথচ চার দেয়ালে বন্ধী জীবন 
কে কার সম্পর্কে কতটুকু জানি?
ঘরের কেওড় বন্ধ করে ওপারে ছেলে কি করে?
বন্ধ ঘরের ওপাশে মেয়ে কি করে?
আদতে জানি কি?
একটু ভাবি!
আমার ঘরেই ধর্ষক তৈরি হচ্ছে নাকি!

আজ ঘরের ভেতর ঘর
সমাজের ভেতর সমাজ
অথচ আমাদের নিজেদের অবস্থান কি?
আমি কি ঠিক আছি?
নাকি বন্ধ বাথরুমের দরজার ওপাশে খুলেছি পর্ণগ্রাফি
পরকীয়ায় মত্ত হয়েছি নাকি!  
একবার না হয় আমি নিজেকেই যাচি!

হয়তো ধর্ষণ আমারই মনে 
হয়তো ধর্ষক আমারই ঘরে 
ঘর থেকেই তো সমাজ, তাই না?  
আগে নিজের ঘরে একটু নজর দিয়েই দেখি না! 



১৬ অক্টোবর, ২০২০ 

#কবিতা 
নজর নিজের ঘরে
 - যাযাবর জীবন 

ছবিঃ নেট থেকে সংগৃহীত। 






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন