বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

বৃষ্টির খিচুড়ি

বাইরে ঝুম খিচুড়ি নেমেছে

সাথে ডিম ভুনা আরো জমেছে

মাঝে মধ্যে বাতাসে একটু একটু আঁচার 

ধ্যাত! বেগুন ভাজা নামে নি এ কেমন বিচার?

বেগুন দিয়ে ছ্যাঁচা গরুর ভুনা

আহা! নেই কোন তুলনা 

আমি বৃষ্টির প্লেট হাতে করে বসে আছি

লাঞ্চের পরে একমগ কফি না হলে জমে কি?


বিকেলে একপেট খিচুড়ি ঘুম না হলে জমবে? 

একটু আদর সোহাগ হবে নাকি! চুমু ডুবিয়ে! 


২৪ অক্টোবর, ২০২০ 


#কবিতা

বৃষ্টির খিচুড়ি 

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন