বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

ক্লাব-৮৫ - আমার একটাই বাড়ি

এই যে আজকাল নেটে আসি

ক্লাবে ঢুকি

কত কত বন্ধুবান্ধব এখানে!

তবুও কতজনের কত রকম উঁকি! 

আমি শুধু চেয়ে চেয়ে দেখি;


ভার্চুয়ালে বন্ধুর অভাব কোথায়?

আমার বন্ধুর সংখ্যার দিকে তাকিয়ে মাঝে মাঝে নিজের চোখই ছানাবড়া হয়ে যায়!

এত বন্ধু আমার!

কই! প্রয়োজনে কাছে পেয়েছি কজন'কে?

ক'জন খোঁজ নিয়েছে আমার সেই সব দুর্দিনে!

অথচ তারা কিন্তু জানতো ঠিকই, দূর থেকে

দেখতো হয়তো! অসহায় অবস্থা

মজা করতো কেও কেও

টিকা টিপ্পনীও শুনেছি কখনো কখনো

কিছু বলিনি কখনো,

কি হবে বলে?

যার যার জীবন, সেই খেলে;


এই যে নেটে আসি! 

কত কিছুই না দেখি!

আমরা এখানে সবাই একই বয়সী 

তিন চতুর্থাংশ পার করে এসেছি জীবনে

বাকি অল্প একটুই তো পথ!

কেটে যাবে কোনমতে,

তবুও এখানে কি বিষম রেষারেষি! 

কি বিষম প্রচেষ্টা নিজেকে জাহির করার!

একই গ্রুপে কত কত বিভাজন! কত কত ভাগ!

কয়েকজনের তো দেখি আবার গ্রুপে গ্রুপে সদ্ভাব; 


কয়েকজন এখানে থেকেই নতুন গ্রুপ চালায়, 

এখান থেকেই নতুন করে আমন্ত্রণ - 

 একটা কবিতার গ্রুপ করেছি আলাদা

 একটা নাচের

 একটা গানের

 একটা গল্পের

 একটা কৌতুকের

 একটা কোমর দুলানোর 

 একটা এমনি এমনিই,

চলে এসো না আমার গ্রুপে! 

একটু ঢু মেরে যাও না হয় ওমনি!


বন্ধুই তো! 

আমি মানা করতে পারি না,

গ্রুপে যাই, ঢু মারি

এখানে ওখানে ঘুরি

এখানকার পোস্ট ওখানে পড়ি

ওখানকার পোস্টগুলো এখানে পড়ি

তারপর একই পোস্ট গ্রুপে গ্রুপে দেখতে দেখতে একসময় ক্লান্ত ঘুমিয়ে পড়ি; 


আচ্ছা! কেন এই ফাটল?

কেন এই বিভাজন?

কখনো প্রশ্ন করেছি নিজেকে?

আজকাল আর কোথাও যাই না ক্লাব থেকে 

এখানেই থাকি

এখানেই হাসি

এখানেই কাঁদি

এখানেই ঘুম থেকে উঠি

এখানে শুয়ে শুয়েই রাতে ঘুমিয়ে পড়ি;


ক্লাব-৮৫ 

আমার একটাই বাড়ি। 



১৭ অক্টোবর, ২০২০


#কবিতা

ক্লাব-৮৫ - আমার একটাই বাড়ি

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 






  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন