বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

শব্দগুঞ্জন

কিছু মৌমাছি উড়ছে 

উড়ছে কিছু ধ্বনি 

কিছু প্রজাপতি নাচছে 

ফুল নড়ছে পাপড়ি দুলছে

দুলছে কিছু শব্দ

আমি শব্দের কোলাহলে শব্দের গুঞ্জন শুনি; 


কিছু পাড় ভাংছে

ভাংছে কিছু গল্প 

নদী বইছে ক্রমাগত 

কুলকুল ঢেউয়ের কবিতা শুনি 

যত গভীর নদী তত ভাঙন পাড়ের    

আমি শব্দের কোলাহলে ভাঙনের শব্দ শুনি;   


দিনের কিছু শব্দ আছে ক্রমাগত বাজতে থাকে

রাতের কিছু শব্দ নৈঃশব্দ্যতায় কান পেতে 

সূর্যের শব্দগুলো বড্ড কানে বাজে 

জ্যোৎস্নারও কিছু শব্দ মনের ভেতর সাঁজে  

শব্দগুলো কিছু শব্দের শব্দ 

কিছু শব্দগুলোতে শব্দের জব্দ   

শব্দে শব্দে কিছু গল্প হয় 

থরে থরে কিছু শব্দ জোড়া লেগে জীবন কাহিনী কয়; 


আমি কান পেতে শুনি শব্দের হাহাকার 

আর কাগজে কলম ঘষে শব্দের কুটিকুটি

অনেকক্ষণ ঘষার পর সাদা কাগজটার দিকে চেয়ে থাকি

কই! কোন আঁকই তো পড়লো না, ও কি!

 

শব্দগুলো তো মনে ভাসে! কাগজে দাগ পড়ে না 

কলম ঘষাই সারা, কাব্য আর হয় না 

আমি ক্রমাগত শব্দ খুঁজে যাই প্রচণ্ড শব্দহীনতায়

আর বৃথাই বাক্য জুড়তে যাই মনের কাব্য কবিতায়;


সবাই'কে দিয়ে কি আর কাব্য হয়!

আমার শুধুই শব্দগুঞ্জন, এগুলো কবিতা নয়। 


২৪ অক্টোবর, ২০২০ 


#কবিতা 

শব্দগুঞ্জন

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন