শুক্রবার, ১১ জুলাই, ২০১৪

অধরা ভালোবাসা



অধরা ভালোবাসা

- যাযাবর জীবন

চোখের ভাষা ভিজে যাওয়ার পর
টুপ করে গড়িয়ে পড়লো কিছু মুক্তোদানা
মন পেতে কিছু নিলাম
বাকিটুকু হারালাম;

যা ঝরার তা তো ঝরে যাবেই
তবুও কোথায় জানি আটকে থাকে
দলা পাকানো কিছু ব্যথা
অব্যক্ত রয়ে যায় কিছু কথা;

ক্ষরণ না হলে ভালোবাসার সার্থকতা কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন