পুকুর
- যাযাবর জীবন
অঢেল পানি কাকচক্ষু পুকুর জলে
কত মানুষ বেড়াতে আসে
কতজন পাড়ে বসে
কতজন গল্প করে
কতজন ঢিল ছুঁড়ে
কেও খেলার ছলে
কেও ভালোবেসে
কেও ব্যথা দিতে
কেও বা পাশ দিয়ে আসতে যেতে
পুকুর দেখলেই ঢিল ছুড়তে ইচ্ছে করে।
ঢিলের আকার অনুযায়ী ঢেউ ওঠে পুকুর জলে
অল্প বা বেশি
ছোট ছোট মাটির ঢিল গলে যায় পুকুর জলে
কিছু বড় মাটির ঢিল হয়তো অন্দোলন তোলে
তারপর একসময় পুকুরের বুকে মিশে যায় গলে;
খুব মাঝে মাঝে কিছু পাথরের ঢিল এসে পড়ে
পুকুরের বুকে বড় অন্দোলন জাগায়
পুকুর গায়ে কিছু ব্যথাও হয়তো পায়
সময়ের সাথে গড়িয়ে নামে পুকুর তলে
আঁচড়ায়, কামড়ায়, ক্ষরণ তোলে
তারপর এক সময় শান্ত হয় পুকুর জল,
পাথরের ঢিল কি গলে?
সে ঢিল রয়ে যায় পুকুরের বুকে
পুকুর জলে
পুকুরের গভীর তলে।
পুকুরের কান্না দেখেছে কে?
ক্ষরণ পুকুর তলে
নোনাজল মিশে চলে পুকুর জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন