ঠিকানা
- যাযাবর জীবন
সময় পেরিয়ে গেলেই ছুটির ঘণ্টা
সময় ফুরোতে চায় না,
পথ পেরিয়ে এলেই তোর দেখা
পথ শেষ হয় না,
জীবন পেরিয়ে এলেই মাটির ঠিকানা
দমে দমে জীবন-ঘড়ি দম দেওয়া;
জানা আছে -
শেষ ঘড়িটির কথা
শেষ পথের দিশা
শেষ বাড়িটি কোথা
কেও ভাবতে চাই না।
সেখানে আমি একাই যাব
কাওকে নেব না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন