রবিবার, ৬ জুলাই, ২০১৪

চাঁদনির খোঁজ



চাঁদনির খোঁজ
- যাযাবর জীবন

আমার আকাশে সূর্য অস্ত
তোর আকাশে সূর্যোদয়
অন্ধকার আমার জীবনে
তোর জীবন আলো হয়।

আমার এখানে রাত্রি ঘনায়
আমার আকাশে চন্দ্রোদয়
তোর জীবনে মধ্যাহ্ন
আলোকিত আলোময়।

চাঁদের উদয়ে চাঁদনি খুঁজি
আমার আকাশে জ্যোৎস্না কই
তোর আকাশে মধ্যাহ্ন যে
চাঁদনি খুঁজে পাব কই?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন