টুকিটাকি
- যাযাবর জীবন
...
দর্পণে হাত রাখি
ধরি তোর হাত
স্পর্শের অনুভব তো মনের ভেতরেই
মুঠোতে না হয় নাই বা পেলাম।
...
কিছু অনুভূতি ভেঙ্গে যায়
ইচ্ছা বা অনিচ্ছায়
মুখ নিঃসৃত কিছু কথায়
কিছু স্পর্শহীনতার টোকায়
আর কিছু ভালোবাসা-হীন পরে থেকে থেকে
অনুভূতিটাই ঝরে যায়.........
...
এক গ্লাস ভালোবাসা
এক চিমটি চুমু
প্রেমের চামচে ঘুঁটা;
এই নে তোর ঘুমের ওষুধ.....
...
একে একলা
দুইয়ে ঝগড়া
তিনে তা ধিন ধিন তা
...
কেও বাকি নেই,
সবাই খেলছে মাঠে
যে যার সামর্থ্যে;
ব্যাট তোর হাতে তো ছক্কা
বল তোর হাতে তো আউট;
আমি গ্যালারীতেই বেশ আছি, একা।
হাত তালি দেওয়ার কেও না থাকলে চলে?
...
অনুভূতিহীন হলেই কেবল
তীক্ষ্ণ অনুভূতিগুলোকে ধারণ করা যায়
সূক্ষ্ম আর তীক্ষ্ণ অনুভূতির মুখোমুখির পরিণাম
সম্পর্কের ক্ষয়
...
না মেঘ না বৃষ্টি
না রাত না চাঁদনি
কথা বললেই কি ভিজে যেতে হয়?
...
আকাশে জ্যোৎস্নার ঢল
মন পালানোর রোগটা বড্ড বেয়াড়া
বাড়ী থেকে বের হতেই রাস্তা হারানো
ফিরে আসার পথটা খুব সংকীর্ণ
জানা আছে
তবুও কি অমাবস্যা চাঁদকে ধরে রাখে?
চাঁদের টর্চ জ্বেলে চাঁদনি খুঁজছি;
তোকে খুঁজে এনে
এবার আমি হারাবো।
...
একটা সুতা ছেড়া ঘুড়ি
একটা ভাঙা লাটাই
কাঁচের মাঞ্জায়
সুতোর দু প্রান্তে জড়িয়ে;
কাটাকাটি খেলায় দুজন বিচ্ছিন্ন হলো
পেছনে মায়া রেখে গেলো।
অর্ধেক আমি
না হয় তুই অর্ধ মানবী
অধুরা যদি থাকে ভালোবাসা
তবুও তা বড্ড যে দামী।
বৃষ্টিতে অঙ্কুরোদগম
বৃষ্টিতে বন্যা
আমরা না হয় গাছের ছায়া খুঁজি।
...
"সহজ সুন্দর বন্ধুত্বের সম্পর্কের ইতি টানার জন্য প্রেমের একটি ঝাপটাই যথেষ্ট"
তবুও বন্ধুত্বের দেয়াল ভেঙ্গে কেও প্রেমে পড়ে
হয়তো কিছুদিন প্রেম করে
তারপর প্রেমে মরে
তারও পরে প্রেম মরে
অবশেষে আবার হাত বাড়ায় বন্ধুর খোঁজে;
বন্ধুত্ব মরে গেছে কবেই তো সেদিন
প্রেমের প্রথম ঝাপটা এসেছিল যেদিন।
...
ফেসবুকে সারারাত প্রেমের ফেরিওয়ালা
মধ্যাহ্ন ঘুমে দিনের অর্ধাংশ পাড়,
পিঠে মাটি ঘষে মালকোঁচায় নেমে পড়ে ডুবপুকুরে
চাঁদ ওঠার আগে
নুনজলে হাতরে ফেরে রাতের ছিপের আধার;
খুব বেশি পানসে হয়ে গেলো কি চাঁদের রুটিটা?
...
চিনেছিস কতটুকু?
মনের দর্পণে দেখেছি যতটুকু;
পারদ সরে গেলে?
ভাবব নতুন করে;
সেদিন চিনতে পারবি আমায়?
রাতের অন্ধকারে দিবাস্বপ্ন দেখতে হয় না।
...
তোকে ফিরিয়ে দেবার সময় মনে মনে বলেছিলাম
ভালোবাসি অনেক;
জবাবে তাকিয়ে ছিল আমার পানে তোর চোখের জল
নীরবে বয়ে গিয়েছিল সেদিন অশ্রু হয়ে,
আজো প্লাবন হয়ে ভাসায় আমায়
প্রতি পূর্ণিমা রাতে;
খিলখিল হাসিতে চাঁদ ওঠে
রিনঝিন হাসে বক্র চোখে
দেখতে দেখতে পূর্ণিমা হারিয়ে যায়
অমাবস্যার বাঁকে
চাঁদনি ধরা হলো না আজো আমার
চাঁদের রাতে।
...
টিকটিক দৌড়ে চলেছে জীবন ঘড়ির কাঁটা
কেও ভুল করে ভুলে থাকতে চাই
কেও ভুলে ভরা জীবন কাটাই
হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেলে তবে
বোধের ঘুম ভেঙ্গে সেদিন লাভ কি হবে?
...
চোখের ভাষা ভিজে যাওয়ার পর
টুপ করে গড়িয়ে পড়লো কিছু মুক্তোদানা
মন পেতে কিছু নিলাম
বাকিটুকু হারালাম;
যা ঝরার তা তো ঝরে যাবেই
তবুও কোথায় জানি আটকে থাকে
দলা পাকানো কিছু ব্যথা
অব্যক্ত রয়ে যায় কিছু কথা;
ক্ষরণ না হলে ভালোবাসার সার্থকতা কোথায়?
...
খুব হঠাৎ করেই হয়ে যায় শেষ
হঠাৎ করে ঠেলে আসা মনের যত আবেগ
ভালোলাগা আর ভালোবাসার রেশ;
দ্রুত লয়ের তালে সুর মেলাতে পারে ক-জন?
...
তুই হিব্রু ভাষায় কথা বলিস
আমি ল্যাটিন ভাষায় প্রেম করি
মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায়
চুমু নাকি একে বলে বাংলায়
ভালোবাসার আলাদা ভাষা আছে নাকি?
...
উত্তরে বলি
দক্ষিণে শোনে
পূবে হাসে
পশ্চিমে কাঁদে
ঝড়ের ভাষা কেও বোঝে না
বাতাস ছোটে আকাশ পানে
...
কারণ যে থাকতেই হবে
এমন তো কোন কারণ নেই
যা ঘটার তা ঘটে যায়
ভুল করে অথবা ঠিক ভাবে
চাইতে আর না চাইতে
জানতে আর অজান্তে
অবহেলায় কিংবা ভালোবেসে
কারণে আর অকারণে।
...
একদিন ঠিক আমি পাখি হব
একদিন ঠিক আকাশে উড়ে যাব
না হয় হাঁসের ডানাই পিঠে বেঁধে নেব
তবুও সাধ উড়ে যাবার একবার
ঐ দূর আকাশের গায়
না হয় ডানা ভেঙ্গে পড়েই যাব
মরণ তো হবেই একবার
তবুও বড্ড সাধ ইকারাস হবার
মাত্র একবার
মরণের আগে শুধু একবার.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন