হিসেব
- যাযাবর জীবন
'মাশুল গুনতেই হয় মানুষকে'
অন্যায় কৃতকর্মের
কিংবা ভুল পথে জীবন যাপনের
আজ, কাল বা পরশু
এ জীবনে কিংবা অন্যভূবনে;
যদি সুদাসলে মাশুল চড়ে এ জীবনে
ভেবে নিও খুব বাঁচা বেঁচে গেলা অল্প-দামে,
তোমার থেকে হতভাগা আর কে আছে?
যদি মূল্য দিতে হয় সে জীবনে;
হিসেবে বড্ড পাকা সে
ওপরে বসে কলকাঠি নাড়ে যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন