শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

প্রেম ও বন্ধুত্ব



প্রেম ও বন্ধুত্ব
- যাযাবর জীবন

প্রেম ও বন্ধুত্বের মাঝে ফারাক বিস্তর
ফারাক বন্ধু ও প্রেমিকের মাঝে
তাদের অনুভূতি আর অনুভবে
কজন বোঝে?
বন্ধু, বন্ধুকে চেনে
মুখে কিছু বলার প্রয়োজন হয় না তাকে
বন্ধুর বিপদ আপদ
সুখ দুঃখ
হাসি কান্না
বন্ধু বুঝে নেয় অনুভবে;
অন্যজন কথায় কথায় মুখ ঘোরায় অভিমানে
বন্ধুত্ব ও প্রেমের মাঝে ফারাক বোঝে কজনে!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন