সোমবার, ২১ জুলাই, ২০১৪

অনুভব


অনুভব
- যাযাবর জীবন

একটা সুতা ছেড়া ঘুড়ি
একটা ভাঙা লাটাই
কাঁচের মাঞ্জায়
সুতোর দু প্রান্তে জড়িয়ে;
কাটাকাটি খেলায় দুজন বিচ্ছিন্ন হলো
পেছনে মায়া রেখে গেলো।

অর্ধেক আমি
না হয় তুই অর্ধ মানবী
অধুরা যদি থাকে ভালোবাসা
তবুও তা বড্ড যে দামী।

বৃষ্টিতে অঙ্কুরোদগম
বৃষ্টিতে বন্যা
আমরা না হয় গাছের ছায়া খুঁজি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন