মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

ভালোবাসার গল্প


ভালোবাসার গল্প
- যাযাবর জীবন

সারা দিনমান পলক না ফেলে
চোখে চোখ তাকিয়ে থাকার খেলা
মাঝে মাঝে চুমুর বিরতি
তোর আর আমার দুপুরটা
নিস্তব্ধ সুনসান

পেটে টান, রেস্তোরাঁর আধো অন্ধকার
লাউয়ের শাকে কুচো চিংড়ি
অনভ্যস্ত দুজোড়া হাত এখানে ওখানে
অস্থির ছোঁয়াছুঁয়ি
অযথাই গ্লাসে চামচ বাড়ি, মিঠে টুং টাং

বৃষ্টি বিকেল তো কে পায় আর
ছপ ছপ পানি এধার ওধার
রিক্সার হুড বড্ড আপন
আহ! পর্দাটা এত ছোট কেন?
অধরে ওষ্ঠ পাগল যেন

তুই
আমি
ভালোবাসা,
দুপুর
রাত্রি
প্রেমেতে ঠাসা,
খেয়াল করিনি দুজনের কেও
ভুলের কলিং-বেলগুলো বাজছিল কোথা;
কি পাগলামিটাই না সেদিন ছিল!
খুব হঠাতই যেন সব হারিয়ে গেল।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন