অধরা
- যাযাবর জীবন
তোকে ফিরিয়ে দেবার সময় মনে মনে বলেছিলাম
ভালোবাসি অনেক;
জবাবে তাকিয়ে ছিল আমার পানে তোর চোখের জল
নীরবে বয়ে গিয়েছিল সেদিন অশ্রু হয়ে,
আজো প্লাবন হয়ে ভাসায় আমায়
প্রতি পূর্ণিমা রাতে;
খিলখিল হাসিতে চাঁদ ওঠে
রিনঝিন হাসে বক্র চোখে
দেখতে দেখতে পূর্ণিমা হারিয়ে যায়
অমাবস্যার বাঁকে
চাঁদনি ধরা হলো না আজো আমার
চাঁদের রাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন