সর্বনাশ
- যাযাবর জীবন
চিন্তার ঘূর্ণনে তুই
এক বার দুই বার, সারাদিনে বার বার
পেন্সিলের ঘূর্ণনে নিব ভাঙ্গে কত বার
কবিতা হয় না;
আমি মায়া আঁকতে যাই যতবার,
বিন্দু থেকে বৃত্তের ছায়াপথ ঘুরে
তোর আঙ্গিনাতেই এসে হোঁচট খায়
বার বার;
আমি ছায়া এঁকে যাই তোর মায়ায়।
রাতের প্রহরান্তে সর্বনাশ উড়ে বেড়ায়
আমি ডানা মেলে দেই তোর ভালোবাসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন