বন্ধুত্ব ও প্রেম
- যাযাবর জীবন
"সহজ সুন্দর বন্ধুত্বের সম্পর্কের ইতি টানার জন্য প্রেমের একটি ঝাপটাই যথেষ্ট"
তবুও বন্ধুত্বের দেয়াল ভেঙ্গে কেও প্রেমে পড়ে
হয়তো কিছুদিন প্রেম করে
তারপর প্রেমে মরে
তারও পরে প্রেম মরে
অবশেষে আবার হাত বাড়ায় বন্ধুর খোঁজে;
বন্ধুত্ব মরে গেছে কবেই তো সেদিন
প্রেমের প্রথম ঝাপটা এসেছিল যেদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন