সোমবার, ৭ জুলাই, ২০১৪

চাঁদনির অপেক্ষায়


চাঁদনির অপেক্ষায়
- যাযাবর জীবন

আমি বলি নি তোকে
দাঁড়াব সামনে এসে কখনো তোর
আমি বলেছিলেম তোকে
অনুভবে রইবি তুই শুধুই মোর;
আমি করিনি তোর কাছে কোন ওয়াদা
ভালোবাসব কি বাসব না
তবু পুড়ছি যুগ যুগ ধরে
নিজেতে নিজে
তোর অনলে;
চাঁদ ওঠে
চাঁদ ডুবে যায়
আমি চাঁদনির অপেক্ষায়;

প্রতীক্ষার সাথে হলো তো অনেক দীর্ঘ সহবাস
তুই কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন