শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪

অন্ধকার ঘরে একা


অন্ধকার ঘরে একা
- যাযাবর জীবন

তোদের জন্য কত বড় বাড়ি করে দিয়েছি
আমায় এত ছোট ঘরে কেন রে নিয়ে এলি?
তোদের কি খুব অভাব চলছে এখন?
পাশ ফেরার জায়গা মেলে না।
তোদেরকে বুকে করে রেখেছি সারাটি জীবন
তবে আজ মাটিতে কেন শুইয়েছিস আমায় এখন?
একটা খাট কিনে দেবার সামর্থ্যও কি নেই তোদের আজ?
বালিশটাও দিলি না।
অন্ধকারে বড্ড ভয় পেতি তোরা ভাই বোন
বাবার গায়ের গন্ধে পেঁচিয়ে শুতি তোরা তখন
আমায় এখন অন্ধকারে কেন রাখলি?
কারেন্টের কি এতই আকাল পড়েছে
নাকি তোদের হাতটান যাচ্ছে
আচ্ছা তা হলে একটু মোমবাতিই দিয়ে যা জ্বালিয়ে
অন্ধকার বড্ড দমবন্ধ লাগে আমার।

ও কি?
ও কি?
আমায় একা ফেলে সবাই কোথায় চললি তোরা?

ও আমার ভাই বোন
ও হে পরিবার পরিজন
আমার সোনা মানিক সন্তান
ওরে ও আমার আত্মীয় স্বজন
আমায় একা রেখে কোথায় যাচ্ছ তোমরা?

এই এই
একটু দাঁড়াও না,
আমাকে একা ফেলে যেও না।

ছোট্ট এ সাড়ে তিন হাত ঘরে
বড্ড অন্ধকার এখানে চারিদিক চোখের পরে
আমার বড় দমবন্ধ লাগে
আমার বড্ড ভয় করে।

কেও কথা শোনে না কেন?

ওরে ও বাছাধন
আমায় একা ফেলে যাস না রে বাবা
ও আমার পুত্রধন
কি করি নি তোর জন্য সারাটা জীবন
এখন এ অন্ধকার মাটির ঘরে আমায় একা ফেলে
চলে যাচ্ছিস কেন তোরা সবাই মিলে
এই কি দিলি আমার ভালোবাসার প্রতিদান?
তুই না ছিলি আমার কত আদরের সন্তান?

আমার বড্ড ভয় করে
এত অন্ধকার কেন এখানে চোখের পরে
ছোট্ট এ সাড়ে তিন হাত মাটির ঘরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন