সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪

চাঁদনি পাগল



চাঁদনি পাগল
- যাযাবর জীবন

তোর বুকেতেই দেখেছি আমি উথাল প্রেমের ঢেউ
চুপি চুপি দেখেছি আমি আর দেখেনি কেউ

মধ্যরাতে দেখেছি আমি সূর্য প্রেমের ঢেউ
তোর চোখেতেই ছিল শুধু আর দেখেনি কেউ

দেখেছি আমি তোর চোখেতে অহংকারের ঢেউ
তোকে চেয়ে হাত বাড়াতেই পুড়িয়ে দিল কেউ

লক্ষ তারায় খুঁজি আমি একটি চাঁদের ঢেউ
আমার মত চাঁদনি পাগল চাঁদ খোঁজে'নি কেউ।



বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ক্রমাগত


ক্রমাগত

- যাযাবর জীবন

ভ্রান্ত প্রেমিক প্রেমিকা
পথভ্রষ্ট অস্থির ভ্রান্ত প্রেমে
হেঁটে চলে ভ্রান্ত পথে,
প্রেম কথা বলে।

প্রেমের প্রারম্ভ বড্ড মধুর
ঠোঁটে ঠোঁট অস্থির চুমুর
সুযোগ খোঁজে অস্থির কামে
প্রহর বয়ে যায় অস্থির প্রেমে;
তারপর?
একসময় হেঁটে চলে যে যার পথে
খুব অস্থির হয়ে দুজন দুদিকে
এতটুকু মতের গরমিল হলে;
একজন বিচ্ছেদের কবিতা লেখে
একজন মিছে রাত জাগে
কিছুদিন ধরে,
দুজনায় বড্ড অস্থির সময় পার করে।

তারপর?
আবার বেল পাকে
গাছ থেকে টুপ করে
বেল পড়ে;
বেলতলায় আবারো অস্থির প্রেমের
ক্রমাগত ঘোরাঘুরি
বারেবারে বারেবারে।

প্রেম পাকে
প্রেম ঝরে,
প্রেমিকের জন্মই হয়েছে
প্রেমে পরার তরে।




বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

স্পর্শে চেনা


স্পর্শে চেনা

- যাযাবর জীবন

বেশিরভাগ স্পর্শ কামের
বন্ধু আর বান্ধবী
প্রেমিক আর প্রেমিকা
চেনা আর অচেনা, ছেলে আর মেয়েতে;
স্পর্শগুলো আলাদা করা কঠিন
কামের আর ভরসার।

কিছু স্পর্শ শুধুই ভরসার
স্বামী আর স্ত্রী
বাবা-মা আর সন্তান
ছোঁয়া মাত্রই স্পর্শগুলো আলাদা চেনা যায়
পুরোটাই আদর আর ভরসার।

তোকে ছুঁয়ে থাকি
শয়নে-স্বপনে কিংবা জাগরণে
দিন-রাত মনে মনে;
তোকে ছুঁয়ে থাকার স্পর্শ,
কিসের?
বড্ড জানতে ইচ্ছে করে।




মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

অন্যভূবনের অন্যঘর



অন্যভূবনের অন্যঘর
- যাযাবর জীবন

ঘরটা অন্ধকার
অনুভবে অন্যরকম;
কারো জন্য শান্তি
কেও পায় অশান্তি
সম্পূর্ণ অচেনা অনুভব
অন্যরকম
অন্যভূবনে।

ওখানে একলাই যেতে হয়
কারো সাথে নয়
ওখানে অসীম অন্ধকার
আপাত: চোখে দেখার
আলো হয়তো আছে সেখানে
অন্যরকম, অন্যভূবনে
এখান থেকে আঁধার লাগে
ওখানে নাকি বাতি জ্বলে
অন্যরকম
অন্যভূবনে।

ওখানে যেতেই হয়
ইচ্ছে বা অনিচ্ছাতে নয়;
কেও অপেক্ষা করে ডাক আসার
কেও ভয়ে থাকে ডাক শোনার;
ডাক আসবেই,
আজ
কাল
কিংবা
পরশু;
যেতেই হবে সবাইকে সেখানে
অচেনা এক
অন্য অনুভবের
অন্যভূবনে।



সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

স্বপ্ন



স্বপ্ন
- যাযাবর জীবন

রাতঘুমেতে স্বপ্ন কুঁড়াই
স্বপ্ন মালা গেঁথে যাই
দুপুরঘুমে স্বপ্ন উড়াই
সূর্যালোকে পোড়াই তাই;
চোখের ভেতর স্বপ্ন ওড়ে
মনের ভেতর স্বপ্ন পোড়ে
স্বপ্ন ওড়াই স্বপ্ন পোড়াই
মুঠো ভরা প্রেমের ছাই;

মন বাড়িয়ে তোকে ধরি
ধরতে গেলেই স্বপ্ন নাই।


সাধ



সাধ
- যাযাবর জীবন

এখন আর কোনো পার্থক্য বুঝি না
সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত্রির;
সূর্যের সাথে সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে
কোথায় যেন সময় ঘড়ির
চাঁদের সাথে সম্পর্ক জুড়ে গেছে
কোথায় যেন আমার দেহ ঘড়ির;
এখন চোখ খুললেই দিন আমার
চোখ বুঝলেই রাত্রি
ঘড়ির কাঁটায় সওয়ার হয়
প্রহরগুলো যাত্রী;
টিক টিক টিক টিক
দেহ ঘড়ির কাঁটা,
সদর্পে এগিয়ে চলেছে
বন্ধ হওয়ার পথে;
আজ, কাল বা পরশু
কি যায় আসে?
মনে বড় সাধ জাগে
বন্ধ হয় যেন ঘড়ি
কোন এক চাঁদনি রাতে
কথা বলতে বলতে চাঁদের সাথে।

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৪

বদলাবদলি



বদলাবদলি

- যাযাবর জীবন

ভোরটা ভরা পাখির ডাকে
সূর্য উঁকি গাছের ওপর
সকাল ভরা ঘুম চোখেতে
রৌদ্র যখন মাথার ওপর;
দুপুর ভরা আলসেমিতে
ভাতের থালায় কাক বসে খায়
বিকেল ভরা আনন্দেতে
খেলার মাঠে সময় গড়ায়;
সন্ধ্যে হলেই একাকীত্ব
গড়িয়ে ঢোকে মনের ঘরে
রাত্রি আসে মন খারাপের
ডুবিয়ে দিতে অন্ধকারে।

তুই আমাকে তোর রাত্রিটা দে
বদলে আমার বিকেলটা নে;
অন্ধকার আমারই থাক
চাঁদনি তোকে দিলাম
ভালোবাসা সব তোরই জন্য
ক্ষরণগুলো আমি নিলাম।




অনন্যোপায় সময়


অনন্যোপায় সময়

- যাযাবর জীবন

যদি কখনো হারিয়ে যাই
যদি কখনো হারিয়ে যেতেই হয়
ভেবে নিস
আমি ছিলেম অনন্যোপায়

যদি কখনো থেমে যাই
যদি কখনো থেমে যেতেই হয়
ভেবে নিস
পথটাই আমাদের নয়

তবুও জীবন ছিল
ভালোবাসা ছিল
তুই ছিলি
আমি ছিলেম

শুধু সময়টাই আমাদের নয়।

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪

ঘুমদুপুরে স্বপ্ন


ঘুমদুপুরে স্বপ্ন
- যাযাবর জীবন

ঘুমদুপুরে স্বপ্ন ঘুমিয়ে
ঢুলুঢুলু চোখে পরশ বুলিয়ে
স্বপ্ন এসেছিল তোকে নিয়ে
আমি ছিলেম ঘুমঘুম হয়ে
একলা ঘরে একলা খাটে
একলা দুপুরে স্বপ্ন লয়ে;
চোখ মেলতেই
তিতলি ডানায়
দুপুর ঘুমের স্বপ্ন উড়ে যায়
সূর্যটা বারে বারে স্বপ্ন পোড়ায়।

ঘুমদুপুরটা স্বপ্ন দেখেছিল
আমি ছিলেম গভীর ঘুমে
তুই এসেছিলি দুপুরের স্বপ্নে
রয়ে গিয়েছিস ঘুমচোখ চুমে।



শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

প্রেম নেই


প্রেম নেই
- যাযাবর জীবন

ডাকিছিস কেন রে রাতের আঁধারে
জোছনা ডুবিয়া গেলে
ভালোবাসার মানুষ দেখিতে হয় নাকি রে
বারে বারে টর্চ জ্বেলে;
জলের গভীরে লোনাপ্রেম টান
ভালোবাসা ডুবিয়া গেলে
ক্ষরণে ক্ষরণে অনেক কাঁদিছি
প্রেম তলিয়াছে অতলে।

সবুজ পাহাড়ে ডাকে না প্রেম
জলকেলি ভুলিছে প্রেমের বুনোহাঁস
নীল আকাশে পাখা মেলে না আর
প্রেমডানা ভাঙা বালিহাঁস।



বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

সমাপ্তি


সমাপ্তি
- যাযাবর জীবন

মেঘের ওপর বাড়ি তোর
মেঘের ওপর ঘর
চাঁদের সাথে খেলিস তুই
চাঁদ সওদাগর;
মাটির দেশের মানুষ আমি
মাটির সাথেই বাস
মাটির ডাকে যখন তখন
মাটির ঘরের আশ।



অব্যক্ত


অব্যক্ত
- যাযাবর জীবন

কিছু না কিছু কথা রয়েই যায়
কাওকে না বলা কিছু কথা
খুব ভেতরে মনের অগোচরে;
হাজার পাওয়ার ভিরেও
কিছু অতৃপ্তি রয়েই যায়
খুব গভীরে মনের ভেতরে;
অব্যক্ত কিছু চাওয়া
থেকেই যায়
মনে মনে, মনের ঘরে;
তারপর একসময়
সময়ই ফুরিয়ে আসে
চোখের নিমিষে
মাটির ডাকে;
সকল অব্যক্ত কথামালা
অতৃপ্তি আর
মনের যত কামনা বাসনাগুলো
ঘুমিয়ে পড়ে চুপ করে
মাটির দেহের সাথে
মাটির ঘরে।

মাটিরে মাটি ডাকে
তোরা কাঁদিস কেন?



দূরত্ব


দূরত্ব
- যাযাবর জীবন

কাল রাতেও চাঁদ হেসেছিল আকাশে
কাল রাতেও স্বপ্ন এসেছিল দুটি ঘুমচোখে
এসেছিলি তুই স্বপ্নের আবেশে
অনুভবে ভালবেসে;
আগে তোকে স্পর্শ করলেই
সারা মুখে মুচকি হাসি আলো বিলাতো
ঘুমে কিংবা জাগরণে,
ইদানীং তোকে জড়িয়ে ধরলেও
মুখে কেমন বিরক্ত ভাব দেখি
ঘুমে কিংবা জাগরণে;
স্পর্শ একই আছে
একই আছি আমি
ভালবাসাও আছে সেই একই রকম;
তবে কি দেখার ভুল?
নাকি বদলেছে সময়
আর বদলে গেছিস তুই
বদলেছে তোর ভালবাসার ধরণ!

এখনো তোকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে আমার
সেই প্রথম দিনের মতোই
মনে মনে অনুভবে
তবুও কোথায় যেন একটা অস্পষ্ট আড়াল
একটা ছায়া খুঁজে পাই মনের ঘরে
ঠিক ভাল করে বুঝি না;
হয়তো বোঝার ভুল আমারই
কিংবা সময়ের কিংবা চাঁদের
আর নয়তো রাতের অথবা স্বপ্নের;

তোর আর আমার মাঝের দূরত্ব তো মাত্র
"এক ঘুম স্বপ্ন"।


সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

চাঁদের সাথে কথোপকথন


চাঁদের সাথে কথোপকথন
- যাযাবর জীবন

মধ্যাকাশে মধ্যরাতে চাঁদের পূর্ণ তিথিতে
চাঁদনি হাসে
জ্যোৎস্না ভাসে
মেঘের খেলা, আকাশেতে;
লুকোচুরি খেলি চাঁদ আর আমি
প্রতি জ্যোৎস্না রাতে মেঘের সাথে
কখনো মেঘ জেতে
কখনো চাঁদ
জ্যোৎস্নার দিকে বাড়ানো আমার
পরাজিত হাত;

মানুষ চাঁদ ধরতে পারে না
আমার চাঁদনি ধরা হয় না
তবুও কথা বলা চাঁদের সাথে
প্রতি চাঁদনি রাতে
তোকে মনে করে।



পাথর



পাথর
- যাযাবর জীবন

একসময় জীবনে বন্ধুর আগমনে আনন্দিত হতাম
বন্ধু অভিমানে মুখ ফেরালে একসময় দুঃখ পেতাম,
কোন এক সময়;
যখন হৃদয় ছিল রক্ত মাংসে গড়া।

তারপর সময় গড়ানোর সাথে সাথে জীবন গড়ালো
বন্ধুত্ব পেঁচিয়ে যেতে লাগলো স্বার্থের নাগপাশে
বাস্তবতার নির্মম আঘাতগুলো সয়ে যেতে যেতে
হৃদয় শক্ত হয়ে যেতে লাগলো
ক্রমাগত আঘাতে আঘাতে একসময় পাথরে পরিণত হলো।

আজ আর কোন আঘাতেই কষ্ট পাই না;
বন্ধুত্বের দরজাটা খোলা রেখেছি এখনো,
যখন যার ইচ্ছে ঘরে ঢুকে পড়ছে
আবার ইচ্ছে ফুঁড়লেই চলে যাচ্ছে
পাথর, অনুভূতিহীন চেয়ে থাকে;
কারো আসা আর যাওয়াতে
পাথরের কি যায় আসে?




শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

দেহ ঘড়ি


দেহ ঘড়ি
- যাযাবর জীবন

আমি অতীতে বাস করতাম
যদিও অতীত ভুলে গেছি
আমি বর্তমানে বাস করি
কিন্তু বর্তমান মানি না
আমি ভবিষ্যতে যাবই না
আমার কোন ভবিষ্যৎই নেই;

দেখা হয় নি কখনোই আমার
সময় পরিব্রাজকের সাথে
সময়ের কাঁটা তাই আমার ঘড়িতে
স্থির হয়ে আছে,
তবুও কোথায় জানি দেহ ঘড়ির কাঁটাটা
ঘুরেছে ঠিকই
টিক টিক টিক টিক
বলে গেছে ক্রমাগত কানে কানে
ফুরলো সময়
ফুরলো সময়;
মনকে চোখ ঠেরে বলেছি
এত তাড়াতাড়ি?
শুরুই তো করলাম না জীবনটা এখনো;
এখনই শেষ হবে কেন?

ঐ তো পড়ে আছে মাটির দেহ
অবহেলায় মাটিতে
টিক টিক টিক টিক
দেহ ঘড়ির কাঁটাটা
থেমে যেতেই।



শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪

আমি, তুই ও সে


আমি, তুই ও সে
- যাযাবর জীবন

তপ্ত বালুতে পেতে রেখেছিস তপ্ত বিছানা
তপ্ত কড়াইয়ে ঢালছিস তপ্ত তেল
আমাকে কি বরফ মনে হয়?

আমি হিমবাহতে শয্যা পাতি বরফ বিছানায়
তোর তপ্ত প্রেমে হিমবাহ গলে যায়
তোকে আমার বড্ড ভয়।

আমি রক্তমাংসে গড়া মানুষ
ঝলসে গিয়েছি তপ্ত প্রেমে
হিম প্রেমে গিয়েছি জমে
মনুষ্য প্রেমের আঙিনা পেড়িয়ে
কেওর দিয়ে ফেলেছি মনের ঘরে
সেই কবেই,
চাবি খুঁজছে চাঁদনি আজো;

আমি তপ্ত বরফে ডুবেছি
তার হিম প্রেমে।


বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪

প্রেমের চোরাবালি


প্রেমের চোরাবালি
- যাযাবর জীবন

প্রেম উড়ে মন পুড়ে
প্রেম ভাসে মন ডুবে
অস্থির পাগল মন
হৃদয় লাগে খালি খালি
এ নয় পিরীতি
প্রেমের চোরাবালি;
কেও প্রেম করে
কেও ডুবে মরে
যারা প্রেম বোঝে, তারা থাকে দূরে
বুঝেও প্রেম করে মরার তরে পুড়ে
কিছু পাখি ডানা পোড়ায় মনের হরষে
প্রেমের আকাশে ভাবাবেগে ভেসে ভেসে
ডানা পুড়ে প্রেম মরে
জীবন কাটে জ্বলে পুড়ে।

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

প্রেমের স্বাদ


প্রেমের স্বাদ
- যাযাবর জীবন

চাঁদের রাতে ভালোবাসার রংধনু
সাজানো থরে থরে
ফোঁটায় ফোঁটায় চাঁদনি চুইয়ে
রঙিন আলো তোর ঘরে;
অমাবস্যার বৃষ্টি সারারাত ঝরে
আমার টিনের চালে
ভালোবাসার রঙে সাজিয়েছি নিজেকে
সেজেছি বিষের নীলে।

তপ্ত রাতে পুড়ছিস তুই
প্রেমিকের গরম কামে
দুপুরের প্রেম গলছে রাতে
তোর অশ্রু ঘামে;

জিহ্বায় লোনা স্বাদ আমাকেই নিতে হয়
বারবার, বারবার;
ঘামের
রক্তের
আর
প্রেমের কান্নার।


রঙের মেলা


রঙের মেলা
- যাযাবর জীবন

আমরা শূন্যে উড়তে চেয়েছিলাম
অনেক আশে
নানা রঙের স্বপ্নে ভেসে
সাদাকালো ভালোবেসে;
তারপর কোথা থেকে যেন
এক ঝাঁক রঙের মেলা
রং ছড়ালো
আমাদের প্রেমের আকাশে।

সেদিন ঘুমন্ত প্রিয়ার চোখে মেলতেই
অভিমানের লাল আবির;
সন্দেহের কালো থাবায়
হাতের মুঠো ভরে উঠলো সাদা শূন্যতায়
আর ধুসর বেদনায় নীল হলাম আমি,
এখন ক্ষরণের লাল পুরোটা আকাশ জুড়ে;

তোকে একটা আস্ত প্রেমের মাঠ দিতে চেয়েছিলাম
অথচ সবুজ রঙটা কেন জানি আমাদের মোটেই সইলো না।



মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম



স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম
- যাযাবর জীবন

চাঁদের কাছে চাই
চাঁদনি হাসে, রাত্রি কাঁদে;
সূর্যের দেশে যাই
চামড়া পোড়ে, আলো হাসে;
প্রেমের কাছে যাই
আকাশছোঁয়া ভাবনারা মাথায় নাচে
হৃদয় কাঁপে;
ছুঁতে না ছুঁতেই তুই হারিয়ে যাস
অন্ধকার রাতে
হৃদয় কাঁদে,
কাঁদে অন্ধকারে ভালোবাসায় গান।

তোর কাছে বসি,
স্বপ্নেরা হাসে;
হাত বাড়ালেই ভালোবাসা
স্পর্শে তুই,
কাঁচের জলে টুংটাং সেতার প্রেম
স্বপ্নে তুই আমার হতেই
আমি তোর হলাম
যেভাবেই হোক, তোকে তো পেলাম!
ভালোবাসার একটুখানি স্পর্শ মনে মাখলাম;
তারপর,
ঘুম ভাংতেই হাহাকার জাগানিয়া গান।

তোর আর আমার মাঝের দূরত্ব
এক রাত স্বপ্ন।