মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

অন্যভূবনের অন্যঘর



অন্যভূবনের অন্যঘর
- যাযাবর জীবন

ঘরটা অন্ধকার
অনুভবে অন্যরকম;
কারো জন্য শান্তি
কেও পায় অশান্তি
সম্পূর্ণ অচেনা অনুভব
অন্যরকম
অন্যভূবনে।

ওখানে একলাই যেতে হয়
কারো সাথে নয়
ওখানে অসীম অন্ধকার
আপাত: চোখে দেখার
আলো হয়তো আছে সেখানে
অন্যরকম, অন্যভূবনে
এখান থেকে আঁধার লাগে
ওখানে নাকি বাতি জ্বলে
অন্যরকম
অন্যভূবনে।

ওখানে যেতেই হয়
ইচ্ছে বা অনিচ্ছাতে নয়;
কেও অপেক্ষা করে ডাক আসার
কেও ভয়ে থাকে ডাক শোনার;
ডাক আসবেই,
আজ
কাল
কিংবা
পরশু;
যেতেই হবে সবাইকে সেখানে
অচেনা এক
অন্য অনুভবের
অন্যভূবনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন