প্রেমের চোরাবালি
- যাযাবর জীবন
প্রেম উড়ে মন পুড়ে
প্রেম ভাসে মন ডুবে
অস্থির পাগল মন
হৃদয় লাগে খালি খালি
এ নয় পিরীতি
প্রেমের চোরাবালি;
কেও প্রেম করে
কেও ডুবে মরে
যারা প্রেম বোঝে, তারা থাকে দূরে
বুঝেও প্রেম করে মরার তরে পুড়ে
কিছু পাখি ডানা পোড়ায় মনের হরষে
প্রেমের আকাশে ভাবাবেগে ভেসে ভেসে
ডানা পুড়ে প্রেম মরে
জীবন কাটে জ্বলে পুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন