বদলাবদলি
- যাযাবর জীবন
ভোরটা ভরা পাখির ডাকে
সূর্য উঁকি গাছের ওপর
সকাল ভরা ঘুম চোখেতে
রৌদ্র যখন মাথার ওপর;
দুপুর ভরা আলসেমিতে
ভাতের থালায় কাক বসে খায়
বিকেল ভরা আনন্দেতে
খেলার মাঠে সময় গড়ায়;
সন্ধ্যে হলেই একাকীত্ব
গড়িয়ে ঢোকে মনের ঘরে
রাত্রি আসে মন খারাপের
ডুবিয়ে দিতে অন্ধকারে।
তুই আমাকে তোর রাত্রিটা দে
বদলে আমার বিকেলটা নে;
অন্ধকার আমারই থাক
চাঁদনি তোকে দিলাম
ভালোবাসা সব তোরই জন্য
ক্ষরণগুলো আমি নিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন