দূরত্ব
- যাযাবর জীবন
কাল রাতেও চাঁদ হেসেছিল আকাশে
কাল রাতেও স্বপ্ন এসেছিল দুটি ঘুমচোখে
এসেছিলি তুই স্বপ্নের আবেশে
অনুভবে ভালবেসে;
আগে তোকে স্পর্শ করলেই
সারা মুখে মুচকি হাসি আলো বিলাতো
ঘুমে কিংবা জাগরণে,
ইদানীং তোকে জড়িয়ে ধরলেও
মুখে কেমন বিরক্ত ভাব দেখি
ঘুমে কিংবা জাগরণে;
স্পর্শ একই আছে
একই আছি আমি
ভালবাসাও আছে সেই একই রকম;
তবে কি দেখার ভুল?
নাকি বদলেছে সময়
আর বদলে গেছিস তুই
বদলেছে তোর ভালবাসার ধরণ!
এখনো তোকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে আমার
সেই প্রথম দিনের মতোই
মনে মনে অনুভবে
তবুও কোথায় যেন একটা অস্পষ্ট আড়াল
একটা ছায়া খুঁজে পাই মনের ঘরে
ঠিক ভাল করে বুঝি না;
হয়তো বোঝার ভুল আমারই
কিংবা সময়ের কিংবা চাঁদের
আর নয়তো রাতের অথবা স্বপ্নের;
তোর আর আমার মাঝের দূরত্ব তো মাত্র
"এক ঘুম স্বপ্ন"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন