চাঁদের সাথে কথোপকথন
- যাযাবর জীবন
মধ্যাকাশে মধ্যরাতে চাঁদের পূর্ণ তিথিতে
চাঁদনি হাসে
জ্যোৎস্না ভাসে
মেঘের খেলা, আকাশেতে;
লুকোচুরি খেলি চাঁদ আর আমি
প্রতি জ্যোৎস্না রাতে মেঘের সাথে
কখনো মেঘ জেতে
কখনো চাঁদ
জ্যোৎস্নার দিকে বাড়ানো আমার
পরাজিত হাত;
মানুষ চাঁদ ধরতে পারে না
আমার চাঁদনি ধরা হয় না
তবুও কথা বলা চাঁদের সাথে
প্রতি চাঁদনি রাতে
তোকে মনে করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন