বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪

অব্যক্ত


অব্যক্ত
- যাযাবর জীবন

কিছু না কিছু কথা রয়েই যায়
কাওকে না বলা কিছু কথা
খুব ভেতরে মনের অগোচরে;
হাজার পাওয়ার ভিরেও
কিছু অতৃপ্তি রয়েই যায়
খুব গভীরে মনের ভেতরে;
অব্যক্ত কিছু চাওয়া
থেকেই যায়
মনে মনে, মনের ঘরে;
তারপর একসময়
সময়ই ফুরিয়ে আসে
চোখের নিমিষে
মাটির ডাকে;
সকল অব্যক্ত কথামালা
অতৃপ্তি আর
মনের যত কামনা বাসনাগুলো
ঘুমিয়ে পড়ে চুপ করে
মাটির দেহের সাথে
মাটির ঘরে।

মাটিরে মাটি ডাকে
তোরা কাঁদিস কেন?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন