সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

স্বপ্ন



স্বপ্ন
- যাযাবর জীবন

রাতঘুমেতে স্বপ্ন কুঁড়াই
স্বপ্ন মালা গেঁথে যাই
দুপুরঘুমে স্বপ্ন উড়াই
সূর্যালোকে পোড়াই তাই;
চোখের ভেতর স্বপ্ন ওড়ে
মনের ভেতর স্বপ্ন পোড়ে
স্বপ্ন ওড়াই স্বপ্ন পোড়াই
মুঠো ভরা প্রেমের ছাই;

মন বাড়িয়ে তোকে ধরি
ধরতে গেলেই স্বপ্ন নাই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন