বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

ক্রমাগত


ক্রমাগত

- যাযাবর জীবন

ভ্রান্ত প্রেমিক প্রেমিকা
পথভ্রষ্ট অস্থির ভ্রান্ত প্রেমে
হেঁটে চলে ভ্রান্ত পথে,
প্রেম কথা বলে।

প্রেমের প্রারম্ভ বড্ড মধুর
ঠোঁটে ঠোঁট অস্থির চুমুর
সুযোগ খোঁজে অস্থির কামে
প্রহর বয়ে যায় অস্থির প্রেমে;
তারপর?
একসময় হেঁটে চলে যে যার পথে
খুব অস্থির হয়ে দুজন দুদিকে
এতটুকু মতের গরমিল হলে;
একজন বিচ্ছেদের কবিতা লেখে
একজন মিছে রাত জাগে
কিছুদিন ধরে,
দুজনায় বড্ড অস্থির সময় পার করে।

তারপর?
আবার বেল পাকে
গাছ থেকে টুপ করে
বেল পড়ে;
বেলতলায় আবারো অস্থির প্রেমের
ক্রমাগত ঘোরাঘুরি
বারেবারে বারেবারে।

প্রেম পাকে
প্রেম ঝরে,
প্রেমিকের জন্মই হয়েছে
প্রেমে পরার তরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন