মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম



স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম
- যাযাবর জীবন

চাঁদের কাছে চাই
চাঁদনি হাসে, রাত্রি কাঁদে;
সূর্যের দেশে যাই
চামড়া পোড়ে, আলো হাসে;
প্রেমের কাছে যাই
আকাশছোঁয়া ভাবনারা মাথায় নাচে
হৃদয় কাঁপে;
ছুঁতে না ছুঁতেই তুই হারিয়ে যাস
অন্ধকার রাতে
হৃদয় কাঁদে,
কাঁদে অন্ধকারে ভালোবাসায় গান।

তোর কাছে বসি,
স্বপ্নেরা হাসে;
হাত বাড়ালেই ভালোবাসা
স্পর্শে তুই,
কাঁচের জলে টুংটাং সেতার প্রেম
স্বপ্নে তুই আমার হতেই
আমি তোর হলাম
যেভাবেই হোক, তোকে তো পেলাম!
ভালোবাসার একটুখানি স্পর্শ মনে মাখলাম;
তারপর,
ঘুম ভাংতেই হাহাকার জাগানিয়া গান।

তোর আর আমার মাঝের দূরত্ব
এক রাত স্বপ্ন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন