দেহ ঘড়ি
- যাযাবর জীবন
আমি অতীতে বাস করতাম
যদিও অতীত ভুলে গেছি
আমি বর্তমানে বাস করি
কিন্তু বর্তমান মানি না
আমি ভবিষ্যতে যাবই না
আমার কোন ভবিষ্যৎই নেই;
দেখা হয় নি কখনোই আমার
সময় পরিব্রাজকের সাথে
সময়ের কাঁটা তাই আমার ঘড়িতে
স্থির হয়ে আছে,
তবুও কোথায় জানি দেহ ঘড়ির কাঁটাটা
ঘুরেছে ঠিকই
টিক টিক টিক টিক
বলে গেছে ক্রমাগত কানে কানে
ফুরলো সময়
ফুরলো সময়;
মনকে চোখ ঠেরে বলেছি
এত তাড়াতাড়ি?
শুরুই তো করলাম না জীবনটা এখনো;
এখনই শেষ হবে কেন?
ঐ তো পড়ে আছে মাটির দেহ
অবহেলায় মাটিতে
টিক টিক টিক টিক
দেহ ঘড়ির কাঁটাটা
থেমে যেতেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন