ঘুমদুপুরে স্বপ্ন
- যাযাবর জীবন
ঘুমদুপুরে স্বপ্ন ঘুমিয়ে
ঢুলুঢুলু চোখে পরশ বুলিয়ে
স্বপ্ন এসেছিল তোকে নিয়ে
আমি ছিলেম ঘুমঘুম হয়ে
একলা ঘরে একলা খাটে
একলা দুপুরে স্বপ্ন লয়ে;
চোখ মেলতেই
তিতলি ডানায়
দুপুর ঘুমের স্বপ্ন উড়ে যায়
সূর্যটা বারে বারে স্বপ্ন পোড়ায়।
ঘুমদুপুরটা স্বপ্ন দেখেছিল
আমি ছিলেম গভীর ঘুমে
তুই এসেছিলি দুপুরের স্বপ্নে
রয়ে গিয়েছিস ঘুমচোখ চুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন