সাধ
- যাযাবর জীবন
এখন আর কোনো পার্থক্য বুঝি না
সকাল, দুপুর, সন্ধ্যা কিংবা রাত্রির;
সূর্যের সাথে সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে
কোথায় যেন সময় ঘড়ির
চাঁদের সাথে সম্পর্ক জুড়ে গেছে
কোথায় যেন আমার দেহ ঘড়ির;
এখন চোখ খুললেই দিন আমার
চোখ বুঝলেই রাত্রি
ঘড়ির কাঁটায় সওয়ার হয়
প্রহরগুলো যাত্রী;
টিক টিক টিক টিক
দেহ ঘড়ির কাঁটা,
সদর্পে এগিয়ে চলেছে
বন্ধ হওয়ার পথে;
আজ, কাল বা পরশু
কি যায় আসে?
মনে বড় সাধ জাগে
বন্ধ হয় যেন ঘড়ি
কোন এক চাঁদনি রাতে
কথা বলতে বলতে চাঁদের সাথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন