রঙের মেলা
- যাযাবর জীবন
আমরা শূন্যে উড়তে চেয়েছিলাম
অনেক আশে
নানা রঙের স্বপ্নে ভেসে
সাদাকালো ভালোবেসে;
তারপর কোথা থেকে যেন
এক ঝাঁক রঙের মেলা
রং ছড়ালো
আমাদের প্রেমের আকাশে।
সেদিন ঘুমন্ত প্রিয়ার চোখে মেলতেই
অভিমানের লাল আবির;
সন্দেহের কালো থাবায়
হাতের মুঠো ভরে উঠলো সাদা শূন্যতায়
আর ধুসর বেদনায় নীল হলাম আমি,
এখন ক্ষরণের লাল পুরোটা আকাশ জুড়ে;
তোকে একটা আস্ত প্রেমের মাঠ দিতে চেয়েছিলাম
অথচ সবুজ রঙটা কেন জানি আমাদের মোটেই সইলো না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন