সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪

পাথর



পাথর
- যাযাবর জীবন

একসময় জীবনে বন্ধুর আগমনে আনন্দিত হতাম
বন্ধু অভিমানে মুখ ফেরালে একসময় দুঃখ পেতাম,
কোন এক সময়;
যখন হৃদয় ছিল রক্ত মাংসে গড়া।

তারপর সময় গড়ানোর সাথে সাথে জীবন গড়ালো
বন্ধুত্ব পেঁচিয়ে যেতে লাগলো স্বার্থের নাগপাশে
বাস্তবতার নির্মম আঘাতগুলো সয়ে যেতে যেতে
হৃদয় শক্ত হয়ে যেতে লাগলো
ক্রমাগত আঘাতে আঘাতে একসময় পাথরে পরিণত হলো।

আজ আর কোন আঘাতেই কষ্ট পাই না;
বন্ধুত্বের দরজাটা খোলা রেখেছি এখনো,
যখন যার ইচ্ছে ঘরে ঢুকে পড়ছে
আবার ইচ্ছে ফুঁড়লেই চলে যাচ্ছে
পাথর, অনুভূতিহীন চেয়ে থাকে;
কারো আসা আর যাওয়াতে
পাথরের কি যায় আসে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন