শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

প্রেম নেই


প্রেম নেই
- যাযাবর জীবন

ডাকিছিস কেন রে রাতের আঁধারে
জোছনা ডুবিয়া গেলে
ভালোবাসার মানুষ দেখিতে হয় নাকি রে
বারে বারে টর্চ জ্বেলে;
জলের গভীরে লোনাপ্রেম টান
ভালোবাসা ডুবিয়া গেলে
ক্ষরণে ক্ষরণে অনেক কাঁদিছি
প্রেম তলিয়াছে অতলে।

সবুজ পাহাড়ে ডাকে না প্রেম
জলকেলি ভুলিছে প্রেমের বুনোহাঁস
নীল আকাশে পাখা মেলে না আর
প্রেমডানা ভাঙা বালিহাঁস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন