ঝিমদুপুর
- যাযাবর জীবন
দুপুর ডানায় রোদ উড়তে উড়তে
ঠিক তোর বাড়ির কৃষ্ণচূড়া গাছে
মন পুড়লে রোদের কি আসে যায়!
বিকেলবিষণ্ণ কোকিল দুপুররোদে ঝিমায়
পরাগায়ণ হয় না মৌমাছি ডানায়
কবে মধু খেয়েছে কৃষ্ণচূড়ায়?
বাগানে বিছানো পাপড়ি রক্তাক্ত লাল
কষ্টেরা সিঁদ কাটে তোর জানালায়
দুপুরের গায়ে হেলান দিয়ে মনখারাপ ঘুমায়;
রৌদ্দুর ক্ষরণ কাটছে মনকরাতের ধারে
বরফ গলছে দুপুর রোদে মনসাগরের পারে;
আমি ঘুমিয়ে বিকেলস্বপ্নে মেঘের অন্ধকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন