সোমবার, ৮ জুন, ২০১৫

আগুন



আগুন
- যাযাবর জীবন

সূর্যের চেয়ে বালি গরম
মধ্য দুপুর হলে
অভিমানে প্রেমে আগুন
জ্বলে দাবানলে;

জ্যোৎস্না পুড়ে আলো জ্বলে
অন্ধকারে রাত পুড়ে যায়
মনের আলোয় দেখি তোকে
অমাবস্যায় কি আসে যায়?

রৌদ্র পুড়ে সূর্য তাপে
প্রেম পুড়ে যায় রাগের ভাপে
কাম পুড়ে যায় আঁধার রাতে
আমি পুড়ি শুধুই তো'তে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন