শুক্রবার, ১৯ জুন, ২০১৫

পরগাছা


পরগাছা
- যাযাবর জীবন

একটা চুমু না হয় খেয়েছিলই "সে"
ঠোঁট থাকলে ঠোকর মারতেই পারে পাখিতে
তাই বলে তুই মুখ ফিরিয়ে নিবি?
কেন রে?
ঈর্ষা?
এত?
অনেক ভালোবাসিস বুঝি আমায়?
কই, বুঝতে পারি নি তো আগে;

বন্ধুত্বের বটগাছে প্রেমের পরগাছা জন্মেছিল কবে?
পরগাছার এতই যত্ন নিয়েছিলি?
যে বন্ধুত্বটাই মেরে ফেললি!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন