বুধবার, ২৪ জুন, ২০১৫

অপচয়



অপচয়
- যাযাবর জীবন

প্রেম হিসাবের সমীকরণ নয়
ভালোবাসা কাঁদায়, সম্পর্ক নয়
চারে চারে তোর আট মিললেও
আমার সব সময়ই পাঁচ, ছয় কিংবা নয়;
আমি চোখ বন্ধ করে রাখি
তোর বিদ্যুৎ অপচয় ঘোচাতে,
সময়ের অপচয় করিস না তুই
আমায় ভালোবেসে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন