বেলা অবেলা
- যাযাবর জীবন
বুকের এপাশটা দেখ
এখানে হৃদয় আছে ভালোবাসার
ওপাশটা দেখ
ওখানে হাহাকার শূন্যতার;
বাইরে রোদ বৃষ্টি ঝড়
প্রকৃতির খেয়াল
ভেতরে দমবন্ধ
রক্ত মাংসের দেয়াল;
অবেলায় ঝড় হলেও প্রকৃতিতে খুব মানিয়ে যায়
অবেলায় তুই এলেই মন বিহ্বলতায়
বেশ তো সুখেই ছিলাম প্রেমহীন জীবনে হাসিখেলায়
সব ওলটপালট করে দিলি ভালোবেসে অবেলায়;
এলিই যদি জীবনে কেন'রে এলি শেষবেলায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন