মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

দাম্পত্য



দাম্পত্য
- যাযাবর জীবন

গরমে সিদ্ধ আমি দিনে
কামে সিদ্দ তুই রাতে;
দিনমান ছুটাছুটিতে শরীর ভিজে যায় ঘামে
রাতভর ঘাম ভিজে যায় জাপটে ধরা কামে,
জোড়ায় জোড়ায় ভালোবাসা শরীর নির্ভর প্রেমে
চাহিদা মিটে গেলেই বিচ্ছিন্ন দুজন, বিছানার দু কোনে;

ডিজিটাল যুগে মানুষ ঘর বাঁধে কেন দুজনে?
বিয়ে ছাড়াও তো সন্তান জন্ম নেয় এখানে ওখানে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন