সোমবার, ২২ জুন, ২০১৫

দ্বিধা




দ্বিধা

- যাযাবর জীবন

দ্বিধা কেন? মনের মাঝে
প্রেম করি চল
এলো বৃষ্টি, দুচোখ বেয়ে
ভালোবাসি বল;

চাঁদ দেখেছিস? জ্যোৎস্না হবে
ইতিউতি না তাকিয়ে
প্রেমের কথা বল
এক সাথে তুই আর আমি
চাঁদনি দেখি চল,
ও বাবু'রে একটি বার
ভালোবাসি বল;

আজ নয় কাল করে করে
অনেক করলি ছল
থাকিস নে আর পাথর হয়ে
এবার হ তুই জল;
চোখের জলের দু ফোঁটাতে
ঝুম বৃষ্টি আকাশ থেকে
মনের মাঝে কান্নাবিলাস
এবার ভিজি চল;

চুমু খাবি? একটি না হয়,
মুখ ফেরাবি? তা কি করে হয়?
অভিমান'তো অনেক হলো
প্রেমে ভিজি চল
একটা কিছু বল;
ও বাবু'রে
শুধু একবার '
মুখ ফুটে তুই
ভালোবাসি বল।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন