বিলীন
- যাযাবর জীবন
আমি তোকে মনে করি দিনরাত্রির অষ্টপ্রহরে
আমাকে মনে করার মত কিছুই ফেলে আসি নি তোর ঘরে;
প্রেম একতরফাই হতে হয়-
দিন আর সূর্যে
আমি না হয় হলাম রাত্রি,
চাঁদ আর চাঁদনিতে
আমি না হয় অমাবস্যা,
রাত্রি আর অন্ধকারে
আমি না হয় নিদ্রাহীন,
পানি আর সাগরে
আমি না হয় ধু ধু বালিয়াড়ি;
তুই স্বপ্নের নৌকায় দুলতে থাক
আমি না হয় জোয়ারভাটা;
আমাকে মনে করার মত কিছু নেই
আমি মিশে আছি প্রকৃতিতে
তোর সাথে,
ভালোবেসে,
তোর হয়ে, তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন