একটু পর
- যাযাবর জীবন
এই
একটা ফোন কর না প্লিজ,
একটু পর;
কথা বলতে ইচ্ছে করছে তো!
একটু পর;
আরে বাবা পাঁচ মিনিট মাত্র,
আরে বাবা একটু পর;
একটু পরের একটু সময় আসবে কখন?
একটু পরের সেই একটু সময় দিল না তাকে আর জীবন;
একটু পরে নিথর পড়ে থাকতে দেখলাম তারে
তারই একটু পর শুইয়ে দিলাম তাকে মাটির ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন