বুধবার, ১০ জুন, ২০১৫

তপ্ত ভেজা



তপ্ত ভেজা
- যাযাবর জীবন

তপ্ত দুপুর তপ্ত রোদে
দেহ জুড়ে লবণ ঘামে
শরীরটা জ্বলে যায়;
তপ্ত চুমু তপ্ত ঠোঁটে
মিশে থাকে তপ্ত কামে
মনটা তোরে চায়;

এই বৃষ্টি নামলো বলে!
চল, ভিজি দুজনে
শরীরে ও মনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন