ভ্রম
- যাযাবর জীবন
সাদা কালো কিংবা রঙিন যা কিছু ছিল আমাদের ভ্রম
মনে করলেই তো মনে পড়ে যায় একে একে সব পর্যায়ক্রম;
তার থেকে থাকুক না কিছু গোপন কথা
রাতের অন্ধকারে
দূরে সরিয়েছিল যে সকল কারণ
আমা থেকে তোরে;
নিদ্রাহীন চোখ নিদ্রা দেবীর খোঁজে অন্ধকার সাজঘরে
স্বপ্ন দেখতে চাই না আর ভুল করে ঘুমঘোরে;
মানুষ না হয়ে পাথর হলে বড্ড ভালো হতো
নোনা জলের শ্যাওলায় ভালোবাসা পিছলে যেত;
চল পাথর হই
হৃদয়ের প্রেমঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন