রবিবার, ২১ জুন, ২০১৫

আমি তুই সে



আমি তুই সে
- যাযাবর জীবন

তুই দৌড়া মন খুলে প্রেমের মাঠ জুড়ে
সে আছে অন্য ভুবনে, দূরে কোথাও সরে
আমি আক্রান্ত পক্ষাঘাতে, পুরোটা মন জুড়ে;

কখনো দেহ সায় দিলে মন সায় দেয় না তোতে
কখনো মন সায় দিলে দেহ খোঁজে তাকে,
আমি তুই আর সে
একই বৃত্তের ব্যাসার্ধ জুড়ে পরস্পর সম্পৃক্ত আমরা
ভয়াবহ এক জীবনচক্রে;
পক্ষাঘাতগ্রস্ত মন বেঁধে রেখেছে আমাদের মনকে
কেও কাওকে পায় না ছুঁতে
দেহ ও মনে;
শূন্যতার অনুভবে শূন্য
তুই
আমি
আর সে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন