নির্ঘুম
- যাযাবর জীবন
পানিকম্পে স্বপ্ন ধুয়ে গেলে
ঘুম ভেসে যায় ভাটার টানে
তোর কথা মনে হতেই
অমাবস্যা চাঁদনি আনে;
অনেক ভেবেছি তোর কথা
জ্যোৎস্নার কালো আঁধারে
খুঁজেছি তোকে মরুদুপুরে
খুঁজেছি তুষার পাহাড়ে;
মনকম্পে হৃদয় কেঁপেছে
প্রেমের জোয়ার আর না
চাঁদের রোদে শুকিয়ে নেব এবার
নির্ঘুম রাতের কান্না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন