শনিবার, ২০ জুন, ২০১৫

গন্তব্য



গন্তব্য
- যাযাবর জীবন

ঘর ভরা রাশি রাশি কড়ি
এখানে ওখানে গুটি কতক বাড়ি
সার দিয়ে থাকে সেথা গাড়ি
টাকার ওপর টাকা
তার ওপর টাকা
সম্পদ যেন তোর পাহাড় সারি সারি;
কোথায় নিয়ে যাবি?

টাকার চাপে দমবন্ধ
তবুও টাকা টাকা করে মরে
বাড়িতে রাখার জায়গা নাই
ব্যাঙ্কগুলো উপচে পরে,
তবুও আরো চাই আরো চাই
আকাশ তুল্য লোভ মন তোর পেঁচিয়ে ধরে;

আরে ভেবেছিস কখনো, হে মূর্খ মানব;
কি নিয়ে যাবি মাটির ঘরে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন